রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের বার্ষিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে বার্ষিক প্রতিবেদন সম্পাদনা পর্ষদের সভাপতি উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের নিকট এই প্রতিবেদন হস্তান্তর করেন।
বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসকল তথ্য জানা যায়।
এই বার্ষিক প্রতিবেদনে ২০২০-২১ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠন ও গবেষণা, প্রকাশনা এবং আনুষঙ্গিক তথ্য স্থান পেয়েছে। ১০ সদস্যবিশিষ্ট একটি সম্পাদনা পর্ষদ প্রতিবেদনটি সম্পাদনা করেছেন।
প্রতিবেদন হস্তান্তরকালে অন্যদের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, বার্ষিক প্রতিবেদনের প্রকাশক বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম, সম্পাদনা পর্ষদের অন্যতম সদস্য অধ্যাপক ইমতিয়াজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।