ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জগন্নাথ হল ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে চা-জনগোষ্ঠীর মেধাবী দুই সন্তান প্রীতম গোয়ালা যুগ্ম-সাধারণ সম্পাদক ও মনোজ কুমার যাদব সাংগঠনিক সম্পাদক পদে মনোনিত হয়েছেন। তারা জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সভাপতি,জগন্নাথ হল ছাত্র সংসদের সাবেক জিএস এবং বৃহত্তর সিলেটের কৃতি সন্তান কাজল দাসের অনুসারী। বর্তমানে প্রীতম গোয়ালা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে মাস্টার্সে অধ্যায়ন করছেন এবং মনোজ কুমার যাদব সমাজকল্যাণ ও গবেষণা বিভাগে মাস্টার্স করছেন।
প্রীতম গোয়ালা মাধ্যমিক পাশ করেছেন র্যানার উচ্চ বিদ্যালয় থেকে এবং উচ্চমাধ্যমিক পড়েছেন শ্রীমঙ্গলের দি বাডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ থেকে।
মনোজ কুমার যাদব মাধ্যমিক-দি বাডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ উচ্চ মাধ্যমিক-শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে।
বাংলাদেশের অন্যতম পিছিয়ে পড়া জনগোষ্ঠী হচ্ছে চা জনগোষ্ঠী। পিছিয়েপড়া জনগোষ্ঠীর সন্তান হয়েও জাতীয় পর্যায়ে মূলধারার রাজনীতিতে এমন মূল্যায়ন নিঃসন্দেহে চা বাগানের তরুণ নেতৃত্বকে আরো অনুপ্রাণিত করবে এবং উন্নয়নের পথে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে।
তারা ‘দৈনিক কলম কথা’ সংবাদের মাধ্যমে সকল শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
তাদের এই অর্জনে নিজ নিজ এলাকায় আনন্দের জোয়ার বইছে বলে জানিয়েছেন এলাকাবাসী। এলাকাবাসী তাদেরকে শুভকামনা ও অভিনন্দন জানিয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।