আর এম রিফাত,ইবি প্রতিবেদক: সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্তদের পাশে দাড়ালো ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। বুধবার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন শেখ পাড়া বাজার এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা। এসময় অর্ধশতাধিক দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে তারা।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহমেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুন এর নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, সালাউদ্দিন রানা, আহবায়ক কমিটির সদস্য রাফসানজানি শাওন, রাফিজ আহমেদ, নুর উদ্দিন, তরীকুল ইসলাম সৌরভ, রোকন, শিপন, ফখরুল, স্বাক্ষর, মামুন,পুলক এছাড়াও অন্যান্য নেতৃত্ব।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।