আর এম রিফাত,ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: সাভারে কলেজ প্রভাষককে পিটিয়ে হত্যা ও নড়াইলে শিক্ষককে লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি। বুধবার সমিতির সভাপতি প্রফেসর ড. মিজানূর রহমান ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে এ প্রতিবাদ জানান তারা।
বিবৃতিতে তারা বলেন, সাভারে কলেজ প্রভাষককে পিটিয়ে হত্যা ও নড়াইলে শিক্ষককে লাঞ্ছনা অত্যান্ত ন্যাককারজনক দুইটি ঘটনা। আমরা ঘটনা দুইটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এদের সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।
এর আগে একই দাবিতে মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব মুর্যালের পাদদেশে অবস্থান কর্মসূচি করেছে বিশ্ববিদ্যালয়ের ছয়জন শিক্ষক। অন্যদিকে ঘটনাটির প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।