কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘পাবলিক প্রকিউরমেন্ট আইন-২০০৬’ এবং ‘পাবলিক প্রকিউরমেন্ট রুলস-২০০৮’ শীর্ষক এই কর্মশালাটি বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর ২০২২) সকাল সাড়ে নয়টায় ভার্চুয়াল ক্লাসরুমে শুরু হয়।
আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. রশিদুল ইসলাম শেখের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন এবং বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের পরিচালক মি. মাসুদ আখতার খান (যুগ্ম সচিব) এবং কো-অর্ডিনেট হিসেবে দায়িত্ব পালন করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. গোলাম মর্তুজা তালুকদার।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘আপনারা দেখেছেন যে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান বৃদ্ধির জন্য নিরলস কাজ করে যাচ্ছি। সেই লক্ষ্যে আমরা একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন মাধ্যমকে আরো শক্তিশালী করতে চাই। প্রকিউরমেন্ট তারই একটি অংশ।
আমরা জানি, বিশ্ববিদ্যালয়ের সব দপ্তর ও বিভাগকে কম বেশী প্রকিরমেন্ট করতে হয় বিধায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতা নিশ্চিতের জন্য সব এন্টিটিকে এ ধরনের আইন ও বিধিমালা সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন।’ তিনি আরও বলেন যে, এই কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান উন্নত হবে।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপচার্য ছাড়াও বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, প্রক্টর, দপ্তর প্রধান ও অন্যান্য কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।