সাজ্জাদ হোসেন,রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথমবারের মতো ‘শীত আগমনী উৎসব-১৪২৯’ হতে যাচ্ছে আগামী সোমবার। বিশ্বাবিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করবে চারুকলা অনুষদের তিন বিভাগের আট ডিসিপ্লিনের শিক্ষার্থীরা।
শুক্রবার (৯ ডিসেম্বর) চারুকলা অনুষদে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অনুষদ অধিকর্তা অধ্যাপক মোহাম্মদ আলী। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন প্রাচ্যকলা, চিত্রকলা ও ছাপচিত্র বিভাগের শিক্ষার্থী উম্মে রুম্মান অভি।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন দিনব্যাপী দুটি পর্বে চলবে ‘শীত আগমনী উৎসব’। সকাল সাড়ে ৯টায় প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। পরে আলোচনা সভা, চারুকলা অনুষদের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ এবং আনন্দ র্যালী করা হবে। এসময় অনুষদ প্রাঙ্গণে ঢেঁকির ডামি, কারুকার্যে সজ্জিত সূর্যমুখী ফুলের বাগান, অতিথি পাখি সজ্জিত বটগাছ এবং পদ্ম পুকুর প্রদর্শন করা হবে। উৎসবের দ্বিতীয় পর্বে দুপুর ২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
চারুকলা অনুষদের অধিকর্তা অধ্যাপক মোহাম্মদ আলী বলেন, বাঙালি সংস্কৃতির সঙ্গে ঢেঁকির সম্পর্ক অতিপ্রাচীন। এককালে ঢেঁকিতে ধান ভানার পর প্রাপ্ত চাল ভিজিয়ে ঢেঁকির মাধ্যমেই গুড়ো করে আটা তৈরি করা হতো। আর সেই আটা দিয়ে বানানো হত শীতের পিঠাপুলি। যদিও কালের বিবর্তনে গ্রাম বাংলায় এখন আর ঢেঁকির প্রচলন নেই। আমরা এবারের উৎসবে তাই ঢেঁকির ডামির মাধ্যমে বর্তমান প্রজন্মের কাছে আমাদের সেই প্রাচীন সংস্কৃতিকে তুল ধরতে চাই।
অধ্যাপক মোহাম্মদ আলী আরও জানান, ঝরা পাতার শীতে প্রকৃতিকে রাঙিয়ে তুলতে এদেশের খালে-বিলে ফোটে লাল পদ্ম, আর সেই খাল-বিলে দিনভর চলে অতিথি পাখির জলকেলি। পাশাপাশি শীতকালে সৌন্দর্যের পরশ বুলিয়ে শিল্পী মনে দ্যোতনা জাগায় হলুদ সূর্যমুখী। আমরা মূলত পদ্ম পুকুর, অতিথি পাখি এবং সূর্যমুখী ফুলের মাধ্যমে চারুকলা প্রাঙ্গণে এদেশের শীতকালীন আবহটিকে উপস্থাপন করতে চাই। এছাড়া এই উৎসবকে ঘিরে চারুকলা প্রধান ফটক থেকে শুরু করে চারুকলা মুক্তমঞ্চসহ পুরো প্রাঙ্গণকে শিল্পীর রঙ তুলির ছোঁয়ায় সাজানো হবে বর্ণিল সাজে। পাশাপাশি অনুষদ প্রাঙ্গণে বসবে হরেক রকমের পিঠার স্টল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক মো. হুমায়ুন কবীর উপস্থিত থাকবেন। অন্যান্য অতিথিদের মধ্যে প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, ছাত্র উপদেষ্টা এম. তারেক নূর, চারুকলা অনুষদের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতি অধ্যাপক আবদুস সোবাহান, মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের সভাপতি অধ্যাপক নূরুল আমীন এবং গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক টিএমএম নূরুল মোদ্দাসের চৌধুরী উপস্থিত থাকবেন। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন চারুকলা অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ আলী।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।