বুধবার(৩০ নভেম্বর) যবিপ্রবি উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার প্রকৌশলী মো: আহসান হাবীব স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।
অফিস আদেশে বলা হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা ছাত্রী হলের প্রভোস্ট ও অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সেলিনা আক্তার আগামী ১ ডিসেম্বর ২০২২ তারিখ হতে পোস্ট ডক্টরাল ছুটিতে যাওয়ায় তাঁকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যহতি প্রদান করে পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শিরীন নিগারকে ০১ ডিসেম্বর ২০২২ তারিখ হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উক্ত হলের প্রভোস্ট এর দায়িত্ব প্রদান করা হলো।
অপরদিকে অধ্যাপক ড. শিরীন নিগারকে বীর প্রতীক তারামন বিবি হলের প্রকল্প পরিচালক(প্রভোস্ট পদমর্যাদায়) এর দায়িত্ব হতে অব্যহতি প্রদান করে ০১/১২/২০২২ খ্রি. তারিখ হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: মেহেদী হাসানকে উক্ত হলের প্রকল্প পরিচালক( প্রভোস্ট পদমর্যাদায়) এর দায়িত্ব প্রদান করা হলো। তারা বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।