ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল মান্নান মেজবাহ ও সাধারণ সম্পাদক হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাফায়েত হোসেন (সাগর) মনোনীত হয়েছে।

বৃহস্পতিবার সংগঠনটির সাবেক সভাপতি এ. বি. এম. রিজওয়ান উল ইসলাম ও সাধারণ সম্পাদক কে. এম. ওয়াজি উল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

১২ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি তৌফিক আলম, নাহারুল আলম ও নাজমুস সাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক আরফান হোসেন ও শাকিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী রাফি ও মাজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক আল-আমিন (মিশুক ), প্রচার সম্পাদক রাকিব মিয়া রিফাত ও অর্থ সম্পাদক খাইরুল ইসলাম।

নবনিযুক্ত সভাপতি আব্দুল মান্নান মেজবাহ বলেন, নতুন দায়িত্ব পাওয়ার মাধ্যমে বৃহত্তর এই সংগঠনটিকে আরো প্রাণবন্ত ও গতিশীল করতে চাই। এজন্য সকালের সহোযোগিতা একান্ত কাম্য।