- নড়াইলে মুজিববর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ।
মো: অাজিজুর বিশ্বাস জেলা প্রতিনিধি নড়াইল। ‘বঙ্গবন্ধুকে জানবো – বাংলাদেশ গড়বো’ এ শ্লোগানকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় মুজিববর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বই বিতরণ করা হয়েছে। লোহাগড়া সরকারি পাইলট স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মুন্সি মোয়াজ্জেম হোসেনের নামে প্রতিষ্ঠিত ‘মুন্সী মোয়াজ্জেম হোসেন ফাউন্ডেশন লাইব্রেরী’র পক্ষ থেকে এ বই বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে লোহাগড়া সরকারী আদর্শ মহাবিদ্যালয়ের লেঃ মতিউর রহমান অডিটোরিয়ামে প্রতিষ্ঠানের চেয়ারম্যান লেঃ কমান্ডার (অবঃ) এম,এম আব্দুল্লাহ’র সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্বা এস এম আব্দুল হান্নান রুনু, উপজেলা নির্বাহী অফিসার রোসলিনা পারভীন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লোহাগড়া সরকারী আর্দশ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আকবার আহম্মদ, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক এস, এম হায়াতুজ্জামান। প্রয়াত প্রধান শিক্ষক মুন্সী মোয়াজ্জেম হোসেনের সহধমির্নী মাজেদা বেগম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষার্থীর মাঝে একখানা করে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্ম…
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।