• লোহাগড়ার কোমলমতি শিক্ষার্থীরা ইলেকট্রনিকস ডিভাইসে আসক্ত 

 

স্টাফ রিপোর্টার মনির খান লোহাগড়া নড়াইল।

একজন শিক্ষক গণমাধ্যমকর্মীদের ডেকে বলেন যে, বাবা আমাদের বাচ্চাদের গার্জিয়ানরা কবে সচেতন হবে ?

বর্তমান ছেলে মেয়েরা পড়ালেখার প্রতি কোন প্রকার মনোযোগ নাই,তার কারণ বাচ্চাদের গার্জিয়ানরা ছোট ছোট ছেলে মেয়েদের দামী দামী মোবাইল ফোন কিনে দিয়েছে।

আর তারই পরিপ্রেক্ষিতে ওই বাচ্চারা দিনে ও সারারাত গেম খেলায় মগ্ন থাকছে , সকাল হলে ঘুম, ঘুম থেকে জাগাতে হলে ওই মা বাবার বেলা ১২ টার পর বাবা সোনা বলে জাগাতে হয়। সন্ধ্যা হলে চা দোকানের আশপাশে মোবাইল নিয়ে গেম খেলা শুরু।

প্রত্যেক মহল্লার বাচ্চাদের গার্জিয়ানদের সচেতন হওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানিয়েছে ঐ সচেতন শিক্ষক।