আর এম রিফাত,ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) লোকপ্রশাসন বিভাগ ডিবেটিং সোসাইটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘আইন নয় সামাজিক সচেতনতায় পারে নারীর অধিকার নিশ্চিত করতে’ শিরোনামে মঙ্গলবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১২ টায় বিভাগের ২০৪ নং কক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিতর্কে স্পিকারের দায়িত্ব পালন করেন বিভাগের প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান। এসময় বিচারক হিসেবে ছিলেন বিভাগের সভাপতি প্রফেসর ড. লুৎফর রহমান, প্রফেসর ড. মোহাম্মদ আসাদুজ্জামান ও প্রফেসর ড. মোহাম্মদ জুলফিকার হোসেন।
বিতর্কে সরকারি দলের প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সাদিকুর রহমান, মন্ত্রী হিসেবে দ্বিতীয় বর্ষের মুনতাকিম রহমান এবং সাংসদ হিসেবে তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফাতেমাতুজ জোহরা ইরানী। অন্যদিকে বিরোধী দলীয় নেতা হিসেবে ছিলেন মাস্টার্সের শিক্ষার্থী শাহাব উদ্দিন ওয়াসিম, উপনেতা দ্বিতীয় বর্ষের আরিফা ইসলাম ও সাংসদ হিসেবে ছিলেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশেক-এ-খোদা।
বিতর্কে সময় নিয়ন্ত্রক হিসেবে ছিলেন শাম্মি আকতার। বিভাগের শিক্ষার্থী সাদিয়া ফাতেমা মেঘলার সঞ্চালনায় এসময় বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আহ্বায়ক নোমান ইবনে বাশার উপস্থিত ছিলেন। বিভাগটির বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দলকে বিজয়ী ঘোষণা করেন বিচারকরা। এসময় সরকার দলীয় সাংসদ ফাতেমাতুজ জোহরা ইরানীকে সেরা বিতার্কিক হিসেবে ঘোষণা করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।