বাঘারপাড়া(যশোর) থেকে আজম খানঃ স্বপ্ন পূরনে এগিয়ে মেডিকেলে ভর্তি সুযোগ পেলেও বাঘারপাড়ার দরিদ্র পরিবারের সন্তান (মেধাবী ছাত্র) দেবনাথ পড়ার খরচ চালানো নিয়ে শঙ্কিত।
ছোটবেলা থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল তার। স্বপ্ন পূরণে আরো একধাপ এগিয়ে গেল সে। মঙ্গলবার (৫ এপ্রিল) ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফলে যশোর মেডিকেল কলেজে সফলতার সাথে উত্তীর্ণ হয়ে যারপরনাই খুশি কিশোর ও তার পরিবারের সদস্যরা।
তবে দেবনাথ হতদরিদ্র পরিবারের সন্তান হওয়ায় অর্থাভাবে তার ভর্তি পড়ার খরচ চালানো নিয়ে নিয়ে তার পরিবার শঙ্কিত। ভর্তি থেকে শুরু করে পরবর্তী সব ব্যয় কিভাবে জোগাড় করবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে কিশোর।
কিশোর দেবনাথ যশোরের বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নের শালবরাট গ্রামের কেশব দেবনাথের ছেলে। তার বাবা স্থানীয় হাটের ভ্রাম্যমাণ পান বিক্রেতা।
মেধাবি কিশোর দেবনাথ যশোর সরকারি মাইকেল মধূসুদন (এমএম) কলেজ থেকে বিজ্ঞান শাখায় এইচএসসি পরীক্ষার ফলাফলে গোল্ডেন ‘এ’ প্লাস পেয়ে মেডিকেলে ভর্তির জন্য কোচিং করছিলেন। শুধু এইচএসসি নয়, এর আগে পিইসি, জেএসসি, এসএসসি পরীক্ষায়ও গোল্ডেন ‘এ’ প্লাস পেয়েছেন। কৃতিত্বের সাথে সব ধাপে ভালো ফলাফল অর্জন করলেও তার সেই স্বপ্নে বাঁধা হয়ে দাঁড়িয়েছে দারিদ্রতা।
কিশোর জানিয়েছেন, ছোটবেলা থেকেই ঢাকা মেডিকেলে পড়ার স্বপ্ন ছিল তার। সেইভাবেই প্রস্তুতিও নিয়েছিলেন। কিন্তু সেই আশা পূরণ না হলেও ডাক্তার হওয়ার ক্ষেত্র তৈরি হয়েছে। এ জন্য খুশি সে। সকলের কাছে আর্শ্বিাদ চেয়েছেন কিশোর।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।