ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক সহযোগী অধ্যাপকের স্ত্রী নূর জাহান পারভিন মিনু (৪০) আত্মহত্যা করেছেন। সোমবার (২৩ মে) রাতে কুষ্টিয়া শহরের পুলিশ লাইন্স স্কুলের পেছনে কমলাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (২৪ মে) সকালে কুষ্টিয়া মডেল থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
নিহত নূর জাহান পারভিন মিনু (৪০) মেহেরপুরের গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামের মৃত জোবাইর হোসেনের মেয়ে। তিনি এক মেয়ে ও এক ছেলে সন্তানের মা।
নিহতের স্বামী নজরুল ইসলাম একই উপজেলার ভবানীপুর গ্রামের গনি বিশ্বাস। স্বামী-সন্তানদের সাথে মিনু কুষ্টিয়া শহরের পুলিশ লাইন্স স্কুলের পেছনে কমলাপুর এলাকায় নিজ বাড়িতে বসবাস করতেন।
তবে আত্মহত্যাকারীর পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। নিহতের বড় ভাই জাহাঙ্গীর হোসেন মিলন বলেন, ‘সোমবার দুপুরের দিক থেকে ঘরের দরজা বন্ধ ছিল। তাকে ডেকে পাওয়া যাচ্ছিল না।
রাত ৮টার দিকে দরজা ভেঙে দেখি মেঝেতে তার মরদেহ পড়ে আছে। ওই ঘরের দুটি দরজা রয়েছে। নজরুল আমার বোনকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করেছে। কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) খাইরুল আলমকে ফোন দিলেও রিসিভ করেননি।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।