সৌদি আরবে বিদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দেয়ার লক্ষ্যে দেশটির শিক্ষা মন্ত্রণালয় থেকে আবেদনের তারিখ ঘোষণা করা হয়েছে। যারা উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক তারা https://studyinsaudi.moe.gov.sa এই ওয়েবসাইটে আবেদন করতে পারবে।
জানা গেছে, আগামী জানুয়ারি ২০২৩-এর মাঝামাঝি পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। এরই মধ্যে বিভিন্ন দেশের শিক্ষার্থী সৌদি আরবে তাদের পড়ালেখা করার জন্য প্রয়োজনীয় নিবন্ধন শেষ করেছেন। সৌদি আরবে শিক্ষা (স্টাডি ইন সৌদি আরাবিয়া) শীর্ষক প্রোগ্রামে বিশ্বের ১৬০টি দেশের ছাত্রছাত্রী উভয় শিক্ষার্থীর পাশাপাশি শিক্ষাবিদ, গবেষকরাও আবেদনের সুযোগ পাবেন।
আরোও পড়ুন:
শুক্রবার খুলনায় ইসলামী আন্দোলনের সমাবেশ সফলে নগরীতে মোটরসাইকেল শোডাউন
মন্ত্রণালয় গত ২৭ সেপ্টেম্বর স্বল্পমেয়াদি এবং দীর্ঘমেয়াদি শিক্ষা ভিসা চালু করার জন্য এক যুগান্তকারী সিদ্ধান্ত নেয়া হয়েছে। সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্য বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী, গবেষক, শিক্ষাবিদরা সৌদি আরবে উচ্চশিক্ষা গ্রহণ করবে এবং গবেষণা কার্যক্রমে অংশগ্রহণ করবে। এই প্রকল্পের লক্ষ্য সৌদি আরবকে বিশ্বের মাঝে একটি আকর্ষণীয় শিক্ষাবান্ধব দেশে পরিণত করা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।