যশোর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফলাফল শনিবার প্রকাশিত করা হয়েছে। অকৃতকার্য হওয়া ৪৩ জন পরীক্ষার্থী পাস করেছে, ৭৩ জন ফলাফল হয়েছে জিপিএ-৫।
গত ২৮ নভেম্বর যশোর শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর ১২ হাজার ৮১৭ জন পরীক্ষার্থী খাতা পুনঃনিরীক্ষার জন্য আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে যশোর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ আবেদনকারীর খাতা( উত্তরপত্র) ভালভাবে নিরীক্ষf করে। নিরীক্ষার পর যে ফলাফল প্রকাশ করে । তাতে অকৃতকার্য হওয়া ৪৩ জন পরীক্ষার্থী পাস করেছে। এদের মধ্য থেকে ৭৩ জন পেয়েছে জিপিএ-৫। এছাড়া সি গ্রেড থেকে বি গ্রেড-১ জন, বি গ্রেড থেকে জিপিএ-৫ -১ জন, বি থেকে এ গ্রেড -১ জন, বি থেকে এ মাইনাস গ্রেড-২ জন, মাইনাস থেকে জিপিএ-৫ -৮ জন, এ মাইনাস থেকে এ গ্রেড ১১ জন ও এ গ্রেড থেকে জিপিএ-৫ -৫৬ জন।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র বলেন, এসএসসির মুল ফলাফল প্রকাশের পর ১২ হাজার ৮১৭জন পরীক্ষার্থী আবেদন করে। তাদের পত্রগুলো ভাল ভাবে নিরীক্ষা করে তাদের প্রাপ্য ফলাফল দেয়া হয়েছে। তার যে সব পরীক্ষক খাতা দেখায় ভুল করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।