ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মুজিবুর রহমান বলেন, শিক্ষক ও মানসম্মত অবকাঠামোসহ সক্ষমতা না থাকা সত্ত্বেও অনেক প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তি করছে। ফলে সেখানে ওইসব শিক্ষার্থী পড়াশোনার সুযোগ পায়নি। তাই তারা অকৃতকার্য হয়েছে।
এসব প্রতিষ্ঠানের অবনমনের কারণ অনুসন্ধান করে মানোন্নয়নের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, মার্চেই শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের মানোন্নয়নে কার্যক্রম হাতে নেবে শিক্ষা মন্ত্রণালয়।
এ বিষয়ে দীপু মনি সাংবাদিকদের বলেন, ‘ওই সব শিক্ষাপ্রতিষ্ঠানের কী সহযোগিতা প্রয়োজন, কীভাবে তাদের পাশে দাঁড়াতে পারি, কীভাবে শিক্ষার্থীরা কৃতকার্য হতে পারে–সেসব বিষয়ে আমারা তথ্য চেয়েছি। তারা প্রয়োজনীয় তথ্য দিয়েছে। আগামী মার্চের প্রথম সপ্তাহে তাদের নিয়ে একটি কর্মশালা করব।’ এ ছাড়া পিছিয়ে পড়া শিক্ষাপ্রতিষ্ঠানে মনিটরিং ব্যবস্থা আরও জোরদারের নির্দেশ দেন শিক্ষামন্ত্রী।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।