![Eid holiday starts from 28th June](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/07/dkk4532.jpg)
পবিত্র ইদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে রোববার (৩জুলাই) ছুটি শুরু হয়েছে। সরকারি-বেসরকারি কলেজে ছুটি শুরু হচ্ছে সোমবার (৪জুলাই) থেকে। গতকাল শনিবার (২ জুলাই) ছুটি শুরু হয়েছে মাদ্রাসায়।
জানা গেছে, মাধ্যমিক স্কুলগুলোতে ছুটি থাকবে ১৯ জুলাই পর্যন্ত। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে স্কুল বন্ধ থাকবে ১৫ দিন। কলেজ ও মাদ্রাসায় ঈদের ছুটি ১৪ জুলাই পর্যন্ত।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু হয়েছে ২৮ জুন। গ্রীষ্মকালীন ছুটি, ঈদুল আজহা ও আষাঢ়ী পূর্ণিমার ছুটি মিলিয়ে ১৬ জুলাই পর্যন্ত পাঠদান বন্ধ থাকবে।উল্লেখ্য, আগামী ১০ জুলাই পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।
সে অনুযায়ী বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষাবর্ষপঞ্জি অনুযায়ী ছুটি ঘোষণা করেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।