![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/06/SSC-পরীক্ষার্থীদের-বিদায়-ও-দোয়া-অনুষ্ঠান.jpg)
নড়াইলের শেখহাটী তপনভাগ যুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি-২০২২ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর দুই ঘঠিকার সময় বিদ্যালয়ের শ্রেনী কক্ষে অনুষ্ঠিত এ বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলার শেখহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলক বিশ্বাস। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যশোর এর ভারপ্রাপ্ত সম্পাদক ( যশোর প্রেসক্লাবের সহ সভাপতি) ও যশোরের মুসলিম এইড পলিটেকনিক কলেজের রেজিস্ট্রার মোঃ নুরইসলাম।
এছাড়া উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের নব নির্বাচিত সভাপতি মোঃ রুহুল আমিন মোল্যা সহ নব নির্বাচিত কমিটির সম্মানিত সদস্যবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আসম ফারুক হোসেন, প্রধান শিক্ষক আজম খাঁন, চেয়ারম্যান গোলক বিশ্বাস ও নব নির্বাচিত সভাপতি রুহুল আমিন মোল্যা।
অনুষ্ঠানে মুসলিম এইড পলিটেকনিক কলেজের পক্ষ থেকে এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থীদেরকে উপহার বিতরণ করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।