ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬ নং কক্ষ এটির আয়োজন করা হয়।
সংগঠনটির সভাপতি ইমানুল সোহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন। বিশেষ অতিথি হিসেবে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শেখ এ.বি.এম জাকির হোসেন,
আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. বিকাশ চন্দ্র সিংহ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুন ও বিশ্ববিদ্যালয়ের তত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মালেক মিয়া উপস্থিত ছিলেন। এসময় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি ইমানুল সোহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওমর ফারুক।
অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন বলেন, আমাদের সকলের মধ্যে অন্তর্নিহিত একটা শক্তি থাকে। প্রচেষ্টা ও ব্যর্থতা সবার জীবনে থাকবে। নিজের এসপেক্টেশনের জায়গাটা থাকবে নিজের সক্ষমতা অনুযায়ী অথবা তার একটু নিচে। তাহলে আমরা জীবনে সফল হতে পারবো।
নবীনদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমানে এখানে দিনাজপুর জেলার শিক্ষার্থীদের সংখ্যা কমছে, সামনে আরও কমবে। গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলে এই সমস্যার সৃষ্টি হয়েছে। এর ফলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মান কমে যাচ্ছে। সবাই এখানে এসেছে ভালো কিছু করার জন্য। এজন্য নেতিবাচক মনোভাব ইগনোর করতে হবে। পরে প্রবীণদের সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান ও প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।