অনিবার্য কারণে দিনাজপুর বোর্ডের চারটি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধাবর (২১ সেপ্টেম্বর) সকালে দিনাজপুর বোর্ডের উপ পরীক্ষক নিয়ন্ত্রক মো. মানিক হোসেন এ তথ‌্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান ও কৃষিবিজ্ঞান বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এছাড়া, দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২২ সালের এসএসসি পরীক্ষার পরীক্ষার্থীসহ সংশ্লিষ্টদের জানানো যাচ্ছে, অনিবার্য কারণে চলমান এসএসসি পরীক্ষার গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও কৃষিবিজ্ঞান বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আরোও পড়ুন:

জাপানি নাগরিক কুনিও হোসি খুনের মামলায় হাইকোর্টের আপিলের রায় আজ

মেসেজ সেন্ড করার পরেও এডিট করার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

রাজৈর উপজেলায় সন্ত্রাসবাদ প্রতিহত করার লক্ষ্যে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

এসব বিষয়ের পরীক্ষার তারিখ যথাসময়ে জানানো হবে। এই চারটি বিষয় ছাড়া অন‌্য সব বিষয়ের পরীক্ষা রুটিনে উল্লেখিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।গত ১৫ সেপ্টেম্বর সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এ পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন।