আগন্তক অশোক কুমার রায়
তোমার শহরে গিয়েছিলাম এক আগন্তক হয়ে
জীবনের জন্য নয়,জীবিকার প্রয়োজনে
অনেক কিছু হারিয়ে হঠাৎ নিঃস্ব হয়ে তোমার শহরে আমার পা
না! আমি কোন দান বা অনুগ্রহ মাগতে আসিনি-
এসেছিলাম আমার যোগ্যতা অনুযায়ী দাম পেতে
কিন্তু পেলাম না-
তোমার শহরে আমার মত অভাগার কোন দামই নেই
বেকার,বেকার হয়ে খালি হাতে ফেরা!
প্রেমিক হিসাবে ভেবেছিলাম
তোমার দেখা পাব
কিন্তু সেটাও হলো না
তুমি জানতে তোমার আশে পাশে আছি
কিন্তু ডাকলে না
অভিমানে ,অপমানে আমার মুখে অন্ধকার নেমে এল
মনের কি অবস্থা সেটা তোমায় বোঝানো হবে বড় বোকামী
বুকের মধ্যে প্রবল ঝড়ে আমার হৃদয়ের হৃদপিন্ডটি যেন ক্ষত বিক্ষত হয়ে গেল
কি নিদারুন কস্ট নিয়ে তোমার শহরে কাটালাম!
তোমার সাথে বইমেলায় দেখা হবে,দেখা হবে বৈশাখে
কিন্তু না ! আমি আর তোমায় দেখতে চাইনা
তোমায় দেখে আমার মনের কস্ট আমি আর বাড়াতে চাই না
আমার এত কস্ট সহ্য করার আর ক্ষমতা নেই,
ক্ষমতা নেই এত দখল সহ্য করার
ভাল থাক তুমি,ভাল থাকুক তোমার শহর
আমি এক অবৈধ আগন্তক,হোক আমার বিদায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।