ও হে বঙ্গ নারী
উম্মে হাবিবা আক্তার মিম
ও হে বঙ্গ নারী
কোথায় তোমার সতীত্ব
কোথায় তোমার শাড়ি,
ও হে বঙ্গ নারী।
দিন শেষে হও ক্ষুধার্ত কুকুরের
খাবার, দেখিয়ে দাও তোমার
বিলাসিতা, যৌবনের তৃপ্তির বড় অভাব,
ও হে বঙ্গ নারী
কোথায় তোমার সতীত্ব
কোথায় তোমার শাড়ি।।
যুগে যুগে দেখেছি
মা দের গুছিয়ে রেখেছে
স্বামীর সম্পদ ,
তুমি কিসের নারী
যেখানে খুলে দাও।
তোমার শাড়ি।।
ও হে বঙ্গ নারী
কোথায় তোমার সতীত্ব
কোথায় তোমার শাড়ি।।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।