বিবেক
এস এ মিশন
হে ঘুমন্ত বিবেক এবার তুমি জাগো
দিবালোকে আজ রাজপথে রক্ত ঝড়ে,
আজ নির্যাতিতের চিৎকার শুনে,
তুমি জাগলেনা! থাকলে ঘুমের ঘোরে।
তুমি আছো ঘুমিয়ে তাই
দেশের বুকে খুন গুম চাঁদাবাজি,
তুমি ঘুমন্ত বলে নারী,বৃদ্ধা, শিশু
হচ্ছে নর শকুনের লালসার শিকার আজই।
তুমি তো বধির তাই শুনতে পাওনা
সম্ভ্রম হাড়ানো ধর্ষিতার রোনাজারি,
তুমি ঘুমিয়ে আছো তাই ছাত্র,
শিক্ষক হয়ে উঠেছে ধর্ষণকারী।
তুমি আজও নিরব বলে ঝড়ে ভাইয়ের খুন
সন্ত্রাসের মহা তান্ডব এ ধরায় তাই বাড়ছে বহু গুণ।
তুমি আজ নিরব বলে আজ নেই মানবের মানবতা,
তুমি আজ নিরব বলে আজও কাঁটেনি পরাধীনতা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।