চরিত্রে মানব

হায়রে মানুষ,
চলনে বেহুশ।

এরাই সব,
ভুলে রব।

কেহ কুমির,
অনেকে আমীর।

ভাগে তিন,
নিপিরনের চিন।

প্রথমে সবল,
চালায় দুর্বল।

দুইয়ে দালাল,
শ্রেষ্ট ভেজাল।

তিনে দূর্বল,
পাহে ধকল।

জাতকূলে বড়াই,
জাতের লড়াই।

কেহ উচুতে,
অনেকে নিচুতে।

উচুর জাত,
চাহে রাত।

বন্দির রশ্মি,
দুর্বলে দাসি।

বন্দি কেহ,
খেয়েছে দেহ।

দুখের মাসি,
দেয় ফাসি।

অনেক সবল,
খায়ে দূর্বল।

এরা বহুরুপি,
বাহিরে গোলাপি।

ভিতরে শয়তান,
লহে গর্দান।

জোঁকের ন‍্যায়,
রক্ত খায়।

দেখানো টুপি,
শয়তানের উকি।

মুখে দাড়ি,
মিথ‍্যের হাড়ি।

দালালের রাজা,
শয়তানের পুজা।

মিষ্টি কথা,
দেয় ব‍্যাথা।

স্বার্থপর এরা,
বেঈমানের ঘোরা।

লোভীর বাপ,
করে পাপ।

হিংসার রাজা,
দ‍্যাহে সাজা।

বাহিরে চাকচিক‍্য,
বিষের আধিপত্য।

ডাকেনা কভু,
অন্তরে প্রভু।

দিয়েও ধন,
পেলনা মন।

ভুরি চাহে,
অল্পে নহে।

এইতো মানব,
অন্তরে দানব।

-লেখক রাশেদুল ইসলাম