শ্রাবণ মেঘে তুমুল বেগে বইছে সারাক্ষণ,
পুষ্প বাগে কদম কেয়ার গন্ধে ভরে মন।
আকাশ পারে বজ্রপাতে ডাক পাড়ে গুড়গুড়,
রিমঝিমিয়ে বৃষ্টি বাজায় তিব্র গানের সুর।
প্রভাত রবির রাঙা ছবি জলপরীদের মাঠ,
মুগ্ধ করা বসুন্ধরা স্নিগ্ধ প্রেমের হাট।
জুঁই চামেলি পুষ্পে ভরা মুক্ত মাথার কেশ,
সবুজ রঙে সারা অঙ্গে নাইরে রূপের শেষ।
মন গহীনে দেয় যে দোলা শ্রাবণীর এই সাজ,
পণ করেছে দুই নয়নে থাকবে চেয়ে আজ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।