“খাঁচা”
নিকুঞ্জ কুমার বর্মন
মাটির তৈরী সুন্দর খাঁচা,
বুনল হায়রে কোন সে রাজা!
রাজার আসল নামটি কি?
খাঁচা ছেড়ে যায় কেন পাখি?
কত খাঁচা পরে আছে মাটিরো যে ঘরে,
অনেক খাঁচা ছাই হলো আগুনে পুড়ে,
রাজা মশায় বলেনা কথা,যত তারে ডাকি।
রাজার আসল নামটি কি?
খাঁচা ছেড়ে যায় কেন পাখি?
খাঁচায় পাখি থাকে যখন
কথা বলে মনের মতন,
খাঁচা পাখি সদাই সাথী
সুখ দুঃখে ভাগাভাগি,
বুনো পাখি বনে যায়, দিয়ে মোরে ফাকি।
রাজার আসল নামটি কি?
খাঁচা ছেড়ে যায় কেন পাখি?
মোঃ মানিক , ঠাকুরগাঁও উপজেলা (রুহিয়া) প্রতিনিধি
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।