গাছের নালিশ মো: মামুন মোল্যা
ফাঁকা বিলে একটি পুকুর
ধু-ধু রোদ্দুর,
ছুটে চলে রাখাল ছেলে
কত দূর?
পুকুর পাড়ে একটি গাছ
বসেছে তলায়,
বসে বসে বাজায় বাঁশি
পাখিরা গায়।
হঠাৎ দেখি রক্ত ঝরে
কে করেছে ক্ষত,
গাছটি কেঁদে কেঁদে বলে
বিষাক্ত মানুষ যত।
গাছের নালিশ মো: মামুন মোল্যা
ফাঁকা বিলে একটি পুকুর
ধু-ধু রোদ্দুর,
ছুটে চলে রাখাল ছেলে
কত দূর?
পুকুর পাড়ে একটি গাছ
বসেছে তলায়,
বসে বসে বাজায় বাঁশি
পাখিরা গায়।
হঠাৎ দেখি রক্ত ঝরে
কে করেছে ক্ষত,
গাছটি কেঁদে কেঁদে বলে
বিষাক্ত মানুষ যত।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।