একটা ইউনিয়ন পর্যায়ে এত সুন্দর পাঠাগার পাবো তা কল্পনার বাইরে ছিল। অবসর সময়ে আমিসহ আমার সহপাঠীরা পাঠাগারে এসে বিভিন্ন বিষয়ের বই পড়ে জ্ঞান চর্চা করি। আমাদের এ গ্রামাঞ্চলে এত সুন্দর পরিবেশে বই পড়া যায়, সত্যিই আনন্দ দেয় মনে।’’ কথাগুলো বলছিলেন পাঠাগারের নিয়মিত পাঠক পারভেজ মোশারফ।

চাঁদপুরের ফরিদগঞ্জে নিভৃত পল্লী গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বাজারের পূর্ব মাথায় ৬ হাজার বই দিয়ে একটি পাঠাগার গড়ে তুলেছেন ব্যবসায়ী গিয়াস উদ্দীন খান। ২০১৭ সালে প্রায় কোটি টাকা ব্যয়ে ১৮ শতক জমির ওপর পাঠাগারটি স্থাপন করেন। বই পড়ার দিকে আকৃষ্ট করতে গড়ে তোলা এই নান্দনিক পাঠাগারের নাম রাখা হয়েছে ‘রাউফেন মজিদ স্মৃতি পাঠাগার’।

সরজমিনে দেখা যায়, পাঠাগারে বই পড়ে জ্ঞান অর্জন করছেন নানা বয়সী মানুষ। এখানে ইতিহাস, প্রবন্ধ, সাহিত্য, সংস্কৃতি, গল্প, মুক্তিযুদ্ধ, ছোট গল্প, খেলাধুলা, শিশুতোষ, ঐতিহ্যসহ প্রায় ৬ হাজারেরও বেশি বই রয়েছে। একসঙ্গে ৪০-৫০ জন করে বিভিন্ন বয়সী বইপ্রেমী জ্ঞান চর্চা করতে এখানে ছুটে আসেন।

পাঠাগারে প্রায়ই আসেন খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিটন চন্দ্র সাহা। তিনি বলেন, প্রাকৃতিক পরিবেশে গড়ে তোলা পাঠাগারে টেবিল, শেলফ ও আলমারিতে শোভা পাচ্ছে সাজানো গোছানো নানা ধরনের বই। যা আমাকে দারুণভাবে আকৃষ্ট করে। তাই আমি অবসর সময়ে পাঠগারে এসে বই পড়ি। আমার শিক্ষার্থীদেরও এখানে এসে বই পড়তে উদ্বুদ্ধ করেছি।

হাবিবা আক্তার নামে একজন শিক্ষার্থী বলেন, পাঠাগার দেখাশুনার জন্য একজন লাইব্রেরিয়ান ও একজন পরিচ্ছন্নতাকর্মী রয়েছেন। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তাদের তত্ত্বাবধানে এটি খোলা থাকে। আমি সত্যিই মুগ্ধ এমন একটি পাঠাগার স্থাপিত হওয়ায়। আমরা প্রতিদিনই কয়েকজন শিক্ষার্থী এখানে আসি বই পড়তে। ইতিহাস, সাহিত্য, মুক্তিযুদ্ধ, খেলাধুলাসহ সব ধরনের বই এখানে আছে।

পাঠাগারের প্রতিষ্ঠাতা গিয়াস উদ্দিন খান বলেন, জ্ঞান চর্চার অভাবে সমাজে প্রগতিশীল চিন্তাধারার মানুষের বড়ই অভাব। তাই জ্ঞাননির্ভর সমাজ ব্যবস্থা গড়ে তোলার চিন্তাধারা করি। সেই সূত্রেই প্রত্যন্ত অঞ্চলে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে এই পাঠাগার তৈরি করেছি।

তিনি আরও বলেন, জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থায় মানুষকে মানবিক হিসেবে তৈরি হতে হলে পাঠাগারের বিকল্প নেই। মানুষ যদি বই পড়ে, তাহলে তার মধ্যে বিবেকবোধ এবং চেতনা জন্মাবে। সে তখন তার দায়িত্ব সম্পর্কে সচেতন হবে। তাই বই পড়ে মানব কল্যাণে ভূমিকা রাখতে এই পাঠাগারে নানা বই সংগ্রহে রাখতে চেষ্টা করেছি।

 

কলমকথা/ সাথী