মানুষ
     নাজমুল হাসান নিরব



মানুষ কবে মানুষ হবে
ধরণী তবে সান্তনা পাবে ।
নিজেকে কি মানুষ ভাবো উলংগ এ ধরাই ।
আসলে কি মানুষ তুমি
নাকি কুকুর ভাবে সবাই ।
মানুষ তুমি বংশে নয়
সততাই প্রমাণ চাই ।
মানুষ তো ভাই মুখে নয়
সময়ে সিংহের গর্জন চাই।
মানুষ কভু রক্তে নয়
রণ ক্ষেত্রে বিজয় চাই ।
মানুষ মানেই মনুষ্যত্ব
মরনেও জার মরণ নাই।
তুমিও মানুষ আমিও মানুষ
মনুষ্যত্ব আজ কোথায় পাই ।