মানুষ
নাজমুল হাসান নিরব
মানুষ কবে মানুষ হবে
ধরণী তবে সান্তনা পাবে ।
নিজেকে কি মানুষ ভাবো উলংগ এ ধরাই ।
আসলে কি মানুষ তুমি
নাকি কুকুর ভাবে সবাই ।
মানুষ তুমি বংশে নয়
সততাই প্রমাণ চাই ।
মানুষ তো ভাই মুখে নয়
সময়ে সিংহের গর্জন চাই।
মানুষ কভু রক্তে নয়
রণ ক্ষেত্রে বিজয় চাই ।
মানুষ মানেই মনুষ্যত্ব
মরনেও জার মরণ নাই।
তুমিও মানুষ আমিও মানুষ
মনুষ্যত্ব আজ কোথায় পাই ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।