অনুভব                                                                                বিপুল চন্দ্র রায়


হৃদয়টা ক্ষত বিক্ষত তুমি নেই পাশে;

তোমার কবি কাব্যচাষে মেতে উঠেছে

তোমাকে হারিয়ে ফেলে,

রাত জেগে স্বপ্নকাব্য লিখছে,যে তোমার কবি,

তবুও তোমাকেই ভালোবেসে।

জেনেছি সত্য তুমি ভালোবাসোনি আমারে,

আমি  শুধু ভালোবেসেছি তোমারে।

আজ_তোমার দেওয়া সেই স্মৃতি, অমৃত!

পান করে  মৃত পথ পথিক  আমি।

হ্যা!  চিরতরে আমিও চলে যাব

পৃথিবী ছেড়ে তোমাকে মুক্তি দিয়ে।