‘মিছিল,

…….সুব্রত চৌধুরী!
আমারও কোন একটি মিছিলে হাঁটতে ইচ্ছে হয়।
কতশত মিছিল চারিদিকে,
ডানে বামে, সামনে পিছনে,
গোটাকয়েক থেকে শতেক মিছিল।

বড় ছোট, কালো ফর্সা, ধার্মিক অধার্মিক,
নারী পুরুষ উভলিঙ্গ মানুষের
মিছিল চলছে সেই কতকাল থেকে!
অথচ আমার কোন একটি মিছিলেও
হাঁটা হয়নি,
বজ্রমুষ্ঠিতে কোন দাবি আদায়ের শ্লোগান
দেওয়া হয়নি,
চুপচাপ পা মেলানো হয়নি
পিচঢালা বা ধুলো পথে কোন মৌন মিছিল।

হয়তো এখনই সময়
কোন একটি মিছিলে হাঁটার,
হয়তো আজই সময়
হাতটাকে একটু জাগিয়ে তোলার,
বন্ধু এখনই সময়
কণ্ঠটাকে তাদের কানে পৌঁছে দেওয়ার।