বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলয়াতনে বাংলাদেশ ভারত নেপাল ইতিহাস মঞ্চ’র উদ্যোগে বঙ্গ-ইতিহাস ও ঐতিহ্য আন্তর্জাতিক সম্মিলন ১৪২৯ উপলক্ষে “একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্মাননা স্মারক” লাভ করেন দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মাওলানা মন্জিল নিবাসী সংগঠক, প্রাবন্ধিক ও কবি মোহাম্মদ ইমাদ উদ্দীন। এর আগেও তিনি বিভিন্ন সংগঠন থেকে অসংখ্য সম্মাননা স্মারক ও পদক অর্জন করেন।
কিশোরকাল থেকে দেয়ালিখায় দিয়ে লেখালেখি শুরু করেন তিনি।বিভিন্ন ম্যাগাজিন, পাক্ষিক পত্রিকা, মাসিক পত্রিকা ও বিভিন্ন অনলাইন পত্রিকা সহ বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় পত্রিকায় তার প্রবন্ধ-নিবন্ধ, গবেষণা ধর্মী লেখা, ছড়া ও কবিতা প্রকাশিত হয়ে আসছে। এমন কি ওপার বাংলা (কলকাতা)’র বিভিন্ন অনলাইন ব্লগ ও প্রিন্ট মিডিয়াতেও লেখা পাবলিশ হয়ে আসছে।
মোহাম্মদ ইমাদ উদ্দীন ঢাকা আলিয়া মাদ্রাসায় সাবেক মুহাদ্দিস এবং সিলেট আলিয়া মাদ্রাসায় সাবেক অধ্যক্ষ শায়খুল হাদীস অধ্যাপক আল্লামা মুহাম্মদ ফখরুদ্দীন (রহ:)’র কনিষ্ঠ সন্তান। তার মাতার নাম ফাতেমা বতুল সিদ্দিকা।
তিনি ৩ভাই ২বোনের মধ্যে সবার ছোট। তাঁর দাদার নাম মুফতি শফিউর রহমান (রহঃ)। তার দাদা “মুফতি সাহেব” নামে সুপ্রসিদ্ধ ছিলেন। তাঁর নানা আল্লামা আব্দুন নূর সিদ্দিকী (রহ)ও একজন প্রখ্যাত আলেমে দ্বীন এবং অলীয়ে কামেল ছিলেন।
উল্লেখ্য বাংলাদেশ ভারত নেপাল ইতিহাস মঞ্চের আয়োজনে ১৭ ফেব্রুয়ারী ঢাকায় ” বঙ্গ ইতিহাস ঐতিহ্য আন্তর্জাতিক সম্মিলন ১৪২৯ ” এ ওপার বাংলা কলকাতা এবং দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অসংখ্য লেখক, গবেষক, কবি, সাহিত্যিক ও সংগীত শিল্পী উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।