পাট
রাশেদ হোসেন


পাট কাটিতে যাইবো মোরা
হেশোই কাঁচি কই?
হেশোই কাঁচি ধারদিয়ে দে।
বায়াল ধারাটা কই?
গামছা বেঁধে জুংড়ী টোপী।
মাঠের পানে- যায়,
দুধারে পাটের ঝোঁপ।
সকল মাঠে ছড়ায় লোক,
শলাকা-শলাকা পাট কেঁটে-
আঁটি,বেঁধে-রই,
শালিখ পাখি,ফিঙা পাখি।
ঝাঁক বেঁধেছে ঐ!
সব পাখির মেলা বসেছে;
দোয়েল পাখি কই?!
পাট কাটিতে যাবো মোরা,
হেশোই কাঁচি, কই?
হেশোই কাঁচি, ধারদিয়ে দে-
বায়াল ধারাটা কই!।