সুন্দরবন
মো: মামুন মোল্যা

বাংলার দক্ষিণ-পশ্চিমে
সুন্দর বন রয়েছে জুড়ে,
পৃথিবী সেরা মোদের এ বন
সৌন্দর্যে রয়েছে মুড়ে।
গেওয়া কেওড়া গোলপাতা
আরো আছে সুন্দরী
হাতি হরিন বানর বাঘ
নানা রঙের পাখ-পাখালি।
আঁকা-বাঁকা নদীর মাঝে
হাঙ্গর কুমির,
কত মাছ ঝাঁকে ঝাঁকে
ইলিশ,নেহের ।