২১ শে ফেব্রুয়ারীর সেই কান্না                                                                                                                                             মো: তহিদুল ইসলাম


২১ শে ফেব্রুয়ারী আমার কান্না
২১ শে ফেব্রুয়ারী আমার মায়ের
আত্মার অস্তিত্বে বিশ্বাস।

২১শে ফেব্রুয়ারী আমার ভাইয়োর বলিদান
২১ শে ফেব্রুয়ারী কোটি মায়ের
সন্তান হারা আর্তনাদ।

২১ শে ফেব্রুয়ারী এই রক্তের
রাজ পথ
২১ শে ফেব্রুয়ারী বাংলার পতাকা রক্ষা
২১ শে ফেব্রুয়ারী রফিক সফিক বরকতের বলিদান।
২১ শে ফেব্রুয়ারী হাজার মানুষের রক্ত দান।
শুধু আজকের এই বাংলাদেশের জন্য।

আজকে আমি যে ইস্কুলে যাই
আজকে আমি যখন বাংলায় বলি গান
আজকে যখন আমি বাংলায় তুলি সুর।
আজকে আমি যে মাটিতে করি চাষ
আজকে আমি যখন গোলাই তুলি ধান।
তখন মনে পড়ে মাগো তুমাদের বলি দান।
তুমরা ইজ্জত দিয়ে,ভাই তুমরা জিবন দিয়ে দিয়েছো আমাদের এই বাংলাদেশ।
গর্ভে ধরোনি আমার মায়ের গর্ভে জন্ম নেও নি                                                       তবুও আমরা মাগো তুমাদের সন্তান তবুও তুমরা আমাদের ভাই।