এমন অনেক দিন গেছে আমি অধীর আগ্রহে অপেক্ষায় থেকেছি।
হেমন্তে পাতা-ঝরার শব্দ শুনব ব’লে নিঃশব্দে অপেক্ষা করেছি
সমতল ভূমিতে নদীর গর্জন শুনবো বলে দীর্ঘ সময় সব কিছু ভুলে বসে ছিলাম নদীর তীরে।
কোনো বন্ধুর জন্যে কিংবা অন্য অনেকের জন্যে বসেছি হয়তোবা ভবিষ্যতেও অপেক্ষা করব।
অপেক্ষার পহরি গুনতে হচ্ছে আমারি.??
এমন অনেক দিনই তো গেছে! কারো অপেক্ষায় বাড়ি ব’সে আছি—
হয়তো কেউ বলেছিল, “অপেক্ষা ক’রো একসঙ্গে বাহির হবো”
কিন্তু সে আমায় রেখে চলে গেছে। এক দিন রাতে খুব কৌতুয়ালী হল একজন ঘোরের মধ্যে ফোনে বললো
“বাড়ি থেকো ভোরবেলা তোমাকে তুলে নেব।
তা কি আর হল হয়তো বা ওর মনের মধ্যে ছিল চুনিয়া ও শয়তানী তাহা তো আমি বুঝিনি।
আমি অপেক্ষায় থেকেছি,থাকবো যতক্ষণ পর্যন্ত পহর শেষ না হবে প্রিয়।