আত্মহত্যা
এজাজ সানোয়ার

মানুষ মহাতাপে আর মহাচাপে
নিঃসঙ্গতা নিঃশব্দে কষ্টের অনুতাপে।
কারো সহানুভূতি না পেয়ে দয়াহীন কষ্টের চাপে
ভালোবাসাহীন হৃদয়টা ভূমিকম্পে কাঁপে।

বিশ্বস্থতার অভাবে,নষ্ট মানসিকতা আর স্বভাবে
স্বার্থপরতা জোর জুলুম শক্তির প্রভাবে।
মানুষের হৃদয় হয়ে উঠে একাকীত্ব দূর্বল
ভেবে পায় না পথের দিশা হারায় মনোবল।

কষ্ট ক্লেশ যাতনা সইতে সইতে হৃদয়টা রুক্ষ
ব্যথার শোকের খড়তাপে দিন দিন বাড়ে দুঃখো।
সহযোগিতা ভালোবাসা যখন নাহি কেউ পায়
আপন মানুষগুলো মুখ ফিরিয়ে দূরে চলে যায়।

পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন
অবহেলিত হয়ে সাহায্য বিমুখে প্রিয়জন।
ধুকে ধুকে নিস্তব্ধতার আঁধারে নিরাশায় মন
হতাশায় নিমজ্জিত ডুবে মৃত্যুর গণে দিন ক্ষণ।

মানুষ ধীরে ধীরে হয় ভারসাম্যহীন
হৃদয়ে বাড়তে থাকে ব্যথা দিন পার দিন।
আস্থা বিশ্বাস হারিয়ে, হারায় বিবেক স্বীয় সত্তা
আপন খুঁজে না পেয়ে ক্রোধে আত্মহত্যা।

আত্মহত্যা মহাপাপ ইসলাম শরীয়তে
কেহ ইচ্ছে করে চায় না মৃত্যু মনের অভিমতে।
আবেগের বশে, অজান্তে অজ্ঞতার বশে
বিধ্বস্ত মন,আস্থা দৃঢ়তা বিশ্বাস হারিয়ে অবশেষে।