প্রাত্যহিক জীবনের অশুভ ঘটনাগুলো এবং মানবমনের চিরন্তন আবেগানুভূতির আখ্যান নিয়ে নতুন একটি উপন্যাস লিখেছেন লেখক ও সাংবাদিক আরিফ মজুমদার। ‘দুই জীবনের দহন’ নামে এই উপন্যাসটি বইমেলায় প্রকাশ হবে প্রজন্ম পাবলিকেশন থেকে। রকমারিতে উপন্যাসটি অর্ডার করতে যোগাযোগ করুন 16297 নম্বরে।

এই উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র নীরা। বাবার মৃত্যুর পর সংসার চালানোর দায়ভার আসে যার উপর। ভালোবেসে একজনকে কাছে পেতে চেয়েছিল সে। নিয়তি সেটা হতে দেয় নি। নীরার প্রেমে ডুবেছিল মিলন আজহার। প্রেমে ব্যর্থ হয়ে কু-মতলবে সুযোগ সন্ধানী হয়ে উঠে এই প্রেমিক পুরুষটি।

লেখক জানান, ‘দুই জীবনের দহন’ উপন্যাসে যে বিষয়টি তুলে ধরতে চেয়েছি বা যে গল্প বলেছি তা হয়তো এই সমাজের কারো না কারো জীবনের গল্প। উপন্যাসের চরিত্রগুলো শেষ অবধি লেখকের নিয়ন্ত্রণে থাকে নি যদিও। তবু বাধ্য হয়েই সময় ও শ্রম ব্যয়ে চরিত্রের কথাগুলো লিখে যেতে হয়েছে। পাঠকের ভালো লাগার মধ্যেই লেখকের সার্থকতা। এই উপন্যাস জীবনের, প্রেমের, দহনের আর যেন কষ্ট ভুলে থাকারও! উপন্যাসটির প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।

 

কলমকথা/বি সুলতানা