আসবেনা ফিরে মাইকেল তুমি
বাংলার মাঝে আর
তোমার জন্য খোলা রয়েছে
কতযে মায়ের দার।
লিখবেনা তুমি ছনেট কবিতা
দূর দেশেতে বসে,
ভুলবেনা তুমি নদের কথা
বিদায় ও বেলা শেষে।
বারীর তৃষ্ণা লাগিবে যখন
নদকে স্বরণ করিও তখন,
বারীর তৃষ্ণা মিটিবে তোমার
স্বপ্নে নদের তরে!
আসবেনা ফিরে মাইকেল তুমি
এই বাংলার ধারাতে।
করিয়াছো তুমি কতযে খেলা
বয়ে গেছে যে বিদায় বেলা
সন্ধা নেমেছে শেষে,
কখনো ও তুমি ফিরিয়াছো বাড়ি
কাদা মাটি মাখা বেশে।
পিতা-মাতা দিয়েছে বকন
খাওয়ার সময় ডেকেছে খোকন,
আইরে এবার খাবি?
লেখা-পড়া শিখেরে তুই
অনেক বড় হবি।
বাংলা ভাষা লাগেনি ভালো
ইংরেজি ভাষা লেগেছে ভালো
গিয়াছো দূর দেশে,
সেখানে ও গিয়ে শান্তিতে নয়
ছাড়িয়াছো নিজো দেশ।
করোনায় তুমি ভালো কর্ম
ধরিয়াছো তুমি অন্য ধর্ম,
দেখ নায় ফিরে নিজো ধর্ম
পিছুয়ে একটু চেয়ে
হৃদয় আবেগে বিয়ে করেছো
খ্রিষ্ট একটি মেয়ে।
তোমার পিতা রাজ নারায়ণ দও
করিয়াছে তোমায় তেজ্যপুএ
করিয়াছে বড় ভুল,
বিনিময়ে সে পেয়েছে কাটা
পাইনি তো কভু ফুল।
যদি সে জানতো এমন রন্ত
করতো না কভু তেজ্যপুএ,
হৃদয় মাঝারে নিও তোমাকে
পুঁজিত সে বার বার!
আসবেনা ফিরে মাইকেল তুমি
বাংলার মাঝে আর
আসবেনা ফিরে মাইকেল তুমি বাংলার মাঝে আর।