উত্থান পতন আর যুদ্ধ

প্রণব মন্ডল

পতনের পরিহাসে উত্থান কোথায়
তবু যুদ্ধ হয় মানুষ যুদ্ধ করে
উত্থিত হওয়ার আশায়
উত্থিত হবে বলে পৃথিবীতে

পতনের কথা বলতে গেলে চোখে জল আসে
উত্থান সে তো নিছক সামান্য খেলা
কজনই এই খেলায় জয় লাভ করে
তবু যুদ্ধ হয় উত্থানের তরে

পৃথিবীর নিয়মে যদি পতন না থাকত
কতই না ভাল হত তবে
পতন তো থাকবেই কারণ মানুষ ভুল যুদ্ধ করে

তবু প্রার্থনা পতন থামুক মানুষ উত্থিত হোক
যুদ্ধটা হোক সুখ গড়ার মানুষে মানুষে