ওসি কাজী আলফু মিয়াকে নিয়ে ইতিহাস লেখা নয়, এটি উপন্যাসে-মুক্তিযুদ্ধের একটুকরো ছায়া মাত্র। বিচিত্র চরিত্রের অধিকারী আলফু মিয়া ছিলেন রাষ্ট্রপতি জিয়া হত্যাকাণ্ডকে কেন্দ্র করে গঠিত কোর্ট মার্শালে যে ১৩ সেনা কর্মকর্তাকে ফাঁসি দেওয়া হয়েছিল, তাদের মধ্যে অন্যতম বীর মুক্তিযোদ্ধা মেজর কাজী মমিনুল হকের পিতা।

বীর মুক্তিযোদ্ধা আলফু মিয়াকে ঘরে ও বাইরে দুটি মুক্তিযুদ্ধে লড়াই করতে হয়েছিল সমানতালে। এ যেনো অন্যরকম পরিবেশে ভিন্ন রকম চরিত্রের কোনো এক সাহসী প্রেমিক প্রবরের আখ্যান। তাকে জানতে চাইলে চলুন- এই প্রজন্মের চৌকস সাংবাদিক সোপান মজুমদারের যাপিত জীবনের অলিগলিতে।

সোপান হাঁটতে-হাঁটতে আপনাকে নিয়ে পৌঁছে যাবে গন্তব্যে…। কিন্তু, ফাইভ-জি গতির সোপানের সঙ্গে হিমালয় কন্যা হৃদিতা রানা মাগার আর স্বদেশীনি ষ্মিতা চৌধুরীর রসায়নের ফিউশনে পাঠক জড়িয়ে যাবেন গল্পের ফেভিকলে। এমন কি রাজধানী ঢাকার ইট-পাথুরে জঙ্গল মাড়িয়ে কুমিল্লার পয়ালগাছা থেকে লালমনিরহাটের দহগ্রাম-আঙ্গরপোতাসহ পাঠক কিছুটা সময়ের জন্যে হারিয়ে যাবেন টিকিট ভিসা ছাড়াই ভারতের নৈনিতাল থেকে নেপালের কাঠমান্ডুর মতো অচেনা শহরের রঙিন জনপদে।

বাসসের সিনিয়র সাংবাদিক লেখক তানভীর আলাদিনের উপন্যাস মানেই ফিউশন, থাকে ট্র্যাজেডি। যদিও লেখকের অন্যান্য উপন্যাসের মতোই এখানেও নায়িকা কিন্তু সেই হৃদিতা। ‘ওসির নাম আলফু মিয়া’ ব্যতিক্রম না হলেও একটু অন্যরকম।

সাহিত্যদেশ থেকে প্রকাশিত তানভীর আলাদিনের ‘ওসির নাম আলফু মিয়া’ উপন্যাসের প্রচ্ছদ এঁকেছেন শিল্পী ফাহাদ হাসান কাজমী। উপন্যাসটির দাম ২০০ টাকা।

 

কলমকথা/ বিথী