লেখক- “সৈয়দ মাহবুবুর রশিদ”

কুক্কুরু কুক কুক্কুরু কুক
মোরগ ডাকে বিহানে,
ভোর হলো তাই আঁখি মেলো
পাখপাখালির কলতানে।
শুরুটা হোক ভালো সবার
দিবসের এই প্রাক্কালে,
রাঙা রবি আঁখি মেলে
অন্ধকারের আবডালে।
মুয়াজ্জিনের আযান ভাসে
ফুল হাসে তার সকাশে,
ভ্রমরেরা সুর তুলে
মিষ্টি মৃদু বাতাসে।
ধেনু চলে রাখাল সনে
শিশির ভেজা ঘাস মাড়িয়ে,
কৃষক মুজুর পাটনী জেলের
কর্মে অন্ন রয় জড়িয়ে।
নিজ গায়েতে সুখী সবাই
মায়ের আঁচল তলে,
এমন দেশটি পাবেনা কোথাও
স্বর্গ যেন এই ভূতলে।