![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/03/received_229740752173893.jpeg)
কবিতাঃ জন্ম হোক আর একটিবার স্বাধীনতার।
রাকিবুল ইসলাম জুয়েল
আর একটিবার বুক ফুলিয়ে,
উঠবে কি বীর বাঙালি শহিদ?
দেখে যাও, দেখে যাও তোমরা,
স্বাধীনতা বন্দি, পুড়ছে মসজিদ।
আর একটিবার জাগো বাঙালি,
দিতে চাই না মিথ্যা প্রশংসার তালি।
স্বাধীনতা আজ চার দেয়ালে বন্দি,
কথা হবে, পৌঁছাবে দেয়াল অব্ধি।
মুখ আছে, আছে কথা বলার স্বর,
অন্যায়ের বিরুদ্ধে লিখতে লাগে ডর।
বুকে আমি সহস্র বিদ্রোহ করি চাষ,
প্রকাশ করলেই হয়ে যেতে পারি লাশ।
আর একটিবার জেগে ওঠো তোমরা,
দেখে যাও, দিয়েছ কাদের জন্য প্রাণ।
প্রকাশ্য দিবালোকে হচ্ছে হত্যাকান্ড,
নারী সর্বস্ব হারিয়ে দিচ্ছে আপন জান।
নেই বিচার, চারিদিকে শুধু হাহাকার,
ন্যায়ের দাঁড়িপাল্লা টাকায় হচ্ছে ভার।
ও বীর বাঙালি আর একটিবার জাগো,
দেখে যাও, দেখে যাও এ দেশটা কার।
অঙ্কুর হয়ে জন্ম নাও এই বাংলার বুকে,
তোমাদের এ দেশে বড্ড বেশি দরকার।
তোমরা মাটি চিড়ে জাগো আর একবার,
জন্ম হোক আর একটিবার স্বাধীনতার
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।