কবিতাঃ রোষানল
রাকিবুল ইসলাম জুয়েল

জ্বলছে আগুন,
পুড়ছে সহস্র মানুষের লাশ।
ওরে নির্বোধের দল,
দেখে বন্ধ হয় না তোদের শ্বাস?

কোথায় তোরা?
তথাকথিত শাহবাগী রুষ্ট দল।
হবি সেলিব্রেটি,
এটাই কি ছিল তোদের ছল?

মাটি কামড়ে পরে থাক আজ,
ভাবিস না ছোঁবে না তোকে বাজ!
তোর পাড়ায় লাগলে আগুন,
নামবে তোর জীবনেও সাঁঝ।

মনে মনে ভাবছিস তুই,
আমি তো আছি বেশ ভাল।
মিছে অন্যায়ের পিছু লেগে,
নিজ জীবনে আনব না কালো।

গেঁথে গেছে ভারত চন্দ্র,
শত বছর আগে এক মাইলফলক।
নগর পুড়িলে, দেবালয় কি এড়ায়?
তবুও কেন হয়ে থাকিস নির্বাক?

ওরে, ঘুরে দাঁড়া তোরা,
খুবলে খেয়ে নে অন্যায়ের হাত।
ভুলে যা তোরা,
আছে যত, বর্ণ ভেদ জাত-পাত।

এ দেশ আমার, এ দেশ তোর,
তবে কেন রাজত্ব পরগাছার?
ভিন্ন শহর থেকে কলকাঠি নেড়ে,
গড়ছে নিজ দেশে সম্পদের পাহাড়।

আজ তুই রয়েছিস চুপ,
তোর বেলাতেও ঘটবে একই কার্য।
ইতিহাস মিথ্যা বলে না,
তোর মৃত্যুতেও মানুষ করবে কদার্য।

চোখ খোল, চোখ খোল,
ওরে ঘুমন্ত বাঙালি জাতি।
তোদের কারণেই রাস্তার,
অর্ধ উলঙ্গ পাগলী হয় পোয়াতি।

ছড়িয়ে নে নিজ শরীরের মাঝে,
অন্যায়ের বিরুদ্ধে দাবানল।
ফেটে বের হয়ে আসুক মনের,
মাঝে জমা আছে যত রোষানল।