চাক্ষুষ
কামরুন্নাহার বর্ষা


সদ্য জাতের বড়ই অহংকার
অথচ আমার নেই কোন গৌরব

মিছিমিছি নেই কোন আত্মবিশ্বাস
নেই অহংকারের বিন্দু রেখা

আমি এক চলমান আন্দোলন
বুঝতে পারিনা আজো নাম
কি তার ভাগ্য লেখা।