পিতা ওঠো,জাগো, দেখ দূর আকাশে তোমার স্বপ্নের স্যাটেলাইট তোমার নামে ছড়িয়েছে আলো হাজার স্বপ্ন বুকে ধারণ করে রচনা করছে তোমার স্বপ্নের ছবি গভীর সমূদ্রে বিস্তৃত হয়েছে তোমার স্বপ্নের সোনার বাংলা বীর দর্পে জানান দিচ্ছে তোমার মহিমা তোমার আর্শিব্বাদ মাথায় নিয়ে ছুটে চলছে অর্থনীতির চাকা প্রশস্ত রাস্তায় তৈরী করছে অবধারিত যোগাযোগ নদীর এপাড় আর ওপাড়ের মানুষের মধ্যে নিবীড় বন্ধুত্বের জন্য রচিত স্বপ্নের পদ্মা সেতু- উন্নয়নের ছোঁয়ায় ছোঁয়ায় বাংলার পথঘাঠ আলোয় আলোকিত রাতের আধার আজ জাজ¦ল্যমান তোমার স্বপ্ন আজ আর স্বপ্ন নয় সুযোগ্য নেতৃত্ব তোমার উত্তরসূরীর হাতে দৃপ্তময় কিন্তু ,
বিষ্ময় লাগে এই পাঁচ দশক পরও বাংলার বুক খামছে ধরেছে পুরানো সেই শকুন হায়নাদের কালো থাবা রক্তাক্ত করছে তোমার সোনার বাংলার হৃদয় বিষবাষ্পে মানুষের বাস অযোগ্য করে তুলেছে পুরোন মোস্তাকেরা বাংলার সম্প্রীতি আজ ভ’লন্ঠিত তোমার দর্শন আজ পদদলিত,লাঞ্চিত,অপমানিত পুরান শয়তানের রক্তের শেষবৃন্দ তোমার দর্শন করে অস্বীকার সদ্য রুপসার শিয়ালী গ্রামের আক্রমণ নতুন কিছু নয় ১৫ই আগস্টের মতোই সংঘঠিত ঘটনা পাবনার সাঁথিয়া,ব্র্যাক্ষ্রণবাড়ীয়ার নাসিরনগর কক্সবাজারের রামু,
যশোরের অভয়নগর কিংবা সুনামগঞ্জের শাল্লা সব কিছুইতো তোমার স্বপ্ন ভঙ্গের ইতিহাস বাংলার মানুষ আজ আরও বেশী সাম্প্রদায়িক না, পুরান মোস্তাকেরা আরো বেশী শক্তিশালী হে পিতা ,আমি বুঝিনা এই ১৫ই আগস্ট তুমি ঘুমিয়েছ না! তোমাকে হায়নারা জোর করে ঘুমিয়ে রেখেছে আমরা ডাকছি,তমি ওঠো! সোনার কাঠি,রুপার কাঠির গল্পের রাজকুমারের মতো তুমি ওঠো- আজ তুমি ওঠো,জাগো,দেখ সাম্প্রদায়িকতার হাত হতে রক্ষা কর তোমার সোনার বাংলা! অশোক কুমার রায় জুনিয়র প্রোগ্রাম অফিসার কারিতাস বরিশাল অঞ্চল মনপুরা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।