তবু তুমি ভালো থেকো

তৃষা চামেলি

তোমার বুক পকেটে জং ধরেছে
বৈরী ভালবাসার উত্তাপে
আজকাল তাই বুঝি প্রায়ই অসুস্থ থাকো তুমি ?
একাকী শয্যায় নিজের সাথেই কাতরাও
কথা কও একাকী অস্ফুটে ;
আরশির সামনে দাঁড়িয়ে প্রতিবিম্বকে
ভেবে নাও নিত্যসঙ্গী, সংক্ষোভে ।

মুখ ফুটে একবার ডাকতে এতো দ্বিধা তোমার ?
জান তো, অভিমান , অনুরাগ ভালবাসার অলঙ্কার
সমর্পনই তার বিজয় মুকুট

আমার বাগানে এখনও তীব্র গন্ধ ছড়াচ্ছে
হাসনাহেনার মৌবতি যৌবন
এতো মধু জমে আছে নিশুতির বুকে !

অথচ তুমিহীন আমারও দিনরাত
ছটফট করে , একাকীত্বের কষ্ট-ক্ষরণ
এতো সহজেই আমাদের অভিমানগুলো
জমে হিমালয় হয়ে গেল ?
অনুরাগ জমে জমে হলো এমন উত্তুঙ্গ অগ্নিগিরি !

অথচ দেখো ভালবাসার স্পর্শ ছাড়া
মরে যাচ্ছে নক্ষত্রগুলোও
অঙ্কুরোদগমহীনতায় সবুজহীন হয়ে
পড়ছে পৃথিবী প্রান্তর
তাই তো বাতাসের খামে প্রেমের পদাবলী
লিখে দিয়েছে পরম ঈশ্বর

ভালবাসা ছাড়া পৃথিবী অর্থহীন
নিরেট শূন্যতা, এ কথা সবাই জানে
কেবল তুমিই বুঝলে না প্রেম পদ্যের পাদটীকা
পড়লে না অন্তরের রক্তিম দহন

তবু তুমি সুস্থ থেকো, ভালো থেকো
অন্তহীন পারিজাত আমার !