দুঃখের টানাপোড়ন!

 রামপ্রসাদ কুন্ডু

এখন না হয় আমার দুঃসময়
কারো কারো সুসময়ও  তো বটে
আনন্দ মহলে দৃষ্টিনন্দন পরিবেশ চলছে সর্বক্ষন
আমার দুঃসময়ে সুসময়ের আশ্বাস নেই
পথের কাটা পথেই…

সময়ের আশ্বাসে ঘুরি পিঠ পোড়া রোদ মেখে
হৃদয়ের শান্ত্বনা আর শান্ত্বনার বাণী
বনের ঝোঁপে,খুপড়ি কালিপোড়া ঘরের মধ্যেই আটকা পড়ে থাকে  আমার সুসময়
ডানা ঝাপটায় কি কষ্ট !!

আমার দুঃসময়ে সুসময় আর আসেনা
রাত কাটে সুর্যের আশ্বাসে
কিন্তু কোথায় সুর্য!
সে কী আর দৃষ্টিনন্দন হয়ে
উঁচু মাথায় দাঁড়াবে ??