খাঁচা ছাড়া নীলিমা শীল
যদি কোনদিন বের হয়ে যায়
হয়ে যায় খাঁচা ছাড়া
কষ্ট হবে কি দূর যেতে খুব
ছাড়তে চেনা এই পাড়া!
কত সময় রাত দিন ভোর
সকাল দুপুর সন্ধ্যা
সবটুকুনই ছিল বোধ হয়
সৃষ্টি বিহীন, বন্ধ্যা?
ফলেনি ফল ফোটেনি ফুল
কেবল দেখে আগাছা
সাফ করার ক্ষমতা হীন ,তাই
রয়ে যাবে আবাছা।
এমন চাষার দাম নেই জানে,
পথ ছেড়ে যায় দূরে
মানহীন হয়ে বেড়াবে কেন
চারদিক ঘুরে ঘুরে?
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।