“পিয়াসী”

…নিকুঞ্জ কুমার বর্মন,

প্রেমপিয়াসী ও রূপসী কোথা তোমার ঘর?

রাজী থাকলে ওগো সখী হব তোমার বর।

কেবা তোমার পিতামাতা কেবা তোমার ভাই?

ভালবেসে তোমার বুকে আমায় দিও ঠাঁই।

সুখে দুঃখে থাকব সাথে সারা জীবন ভর।

প্রেমপিয়াসী ও রূপসী কোথা তোমার ঘর?

তোমায় নিয়ে গড়ব আমি সুখের তাজমহল,

সেই মহলে আছে শুধু অথই সাগর জল।

সাগরজলে নাও ভাসিয়ে হব লোকান্তর।

প্রেমপিয়াসী ও রূপসী কোথা তোমার ঘর?